ভারত জাতীয়তাবাদীদের ‘হেয় করে চলছে’, থানা থেকে বেরিয়ে কঙ্গনার ক্ষোভ

বিডি নিউজ ২৪ মুম্বাই প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ২১:২৭

সামাজিক যোগাযোগ মাধ্যমে শিখ ধর্মাবলম্বীদের নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্যের অভিযোগে এক মামলায় হাজিরা দিয়ে থানা থেকে বেরিয়ে ক্ষোভ ঝাড়লেন বলিউড তারকা কঙ্গনা রানাউত।বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের খার থানায় তার বক্তব্য রেকর্ড করেছে পুলিশ; থানা থেকে বেরিয়ে এক ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লিখেছেন, “এই দেশ বরাবরই জাতীয়তাবাদীদের হেয় ও অবমূল্যায়ন করে এসেছে।”২৩ নভেম্বরে ভারতের কৃষক আন্দোলনে অংশ নেওয়া শিখ ধর্মাবলম্বীদের নিয়ে ইনস্টাগ্রামে ‘অবমাননাকর’ বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে কঙ্গনার বিরুদ্ধে মামলা করেন মুম্বাই-ভিত্তিক ব্যবসায়ী অমরজিৎ সিং সান্ধু।


মামলায় অভিযোগ করা হয়, আন্দোলনরত শিখ ধর্মাবলম্বীদের ‘খালিস্তানি সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করে ‘অবমাননা’ করেছেন।সেই মামলায় হাজিরা দিতে ২২ ডিসেম্বর থানায় হাজিরা দেওয়ার কথা ছিল কঙ্গনার; নির্ধারিত দিনে হাজির হতে না পারলেও পরদিন তিনি নিজের বক্তব্য জানিয়েছেন থানায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কট্টর সমর্থক হিসেবে পরিচিত কঙ্গনা থানার থেকে বেরিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ প্রকাশ করেছেন; সরকারের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও