You have reached your daily news limit

Please log in to continue


Sara Ali Khan: স্নানঘরে নাচ! গোয়ার গল্প ফাঁস করলেন সইফ-কন্যা ও কর্ণ জোহর

কর্ণ জোহরের সঙ্গে বলিউডের তারকা-সন্তানদের ঘনিষ্ঠতার কথা কারও অজানা নয়। বরুণ ধবন, আলিয়া ভট্টদের মতোই তালিকা থেকে বাদ পড়েননি সারা আলি খান। সইফ আলি খান এবং অমৃতা রাওয়ের কন্যা। কেরিয়ারের শুরুতেই কাজ করেছেন কর্ণের ছবিতে। একসঙ্গে অবসর যাপনও করেন দু’জন। এত দূর পর্যন্ত সবটাই ঠিক ছিল। কিন্তু জানেন কি, কর্ণের স্নানঘরে নাচানাচিও করতেন ‘কেদারনাথ’-এর নায়িকা?

সম্প্রতি এক অনুষ্ঠানে কর্ণই শোনালেন সারার কাণ্ড! মুক্তির আগেই জনপ্রিয়তা পেয়েছে ‘অতরঙ্গি রে’ ছবির ‘চকাচক’ গানটি। সেই গানে সারার নাচও অনুরাগীমহলে প্রশংসিত। শ্যুট শুরুর আগে সুযোগ পেলে নাকি কর্ণের স্নানঘরেই এই গানের সঙ্গে খানিক নেচে নিতেন সারা। কর্ণ বলেন, “গানটি আমি প্রথম যখন শুনেছিলাম, আমরা তখন গোয়ায়। আমি যে বাড়িতে ছিলাম, সারা সেখানে মহড়া দিতে আসত। ওর সঙ্গে ওর নৃত্য পরিচালক এবং সহকারীও থাকতেন।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন