কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জিডি তদন্তে পাত্তা দেয় না পুলিশ

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ০৯:৫৩

রাজধানীর পল্লবীতে গত এপ্রিলে ছোট্ট সন্তানের সামনে বাবাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ভিডিওটি নিশ্চয় এখনো সবাইকে নাড়া দেয়। নেট দুনিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, সাত বছরের শিশুটির সামনে কীভাবে চাপাতি দিয়ে কোপানো হচ্ছে তার বাবা সাহিনুদ্দিনকে। অবশ্য এমন কিছুই যে হতে চলেছে, সেটা তিন বছর আগেই আশঙ্কা করেছিলেন নিহত সাহিনুদ্দিনের মা আকলিমা বেগম। তাই ছেলের নিরাপত্তা জন্য পল্লবী থানায় তিন দফা সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং একবার নোটিশ দেন। কিন্তু পুলিশ সেসব জিডির তদন্ত করেনি, নেয়নি ব্যবস্থাও। শেষ পর্যন্ত সন্ত্রাসীদের হাতেই খুন হন সাহিনুদ্দিন। আকলিমা বেগম দৃঢ়ভাবে বিশ্বাস করেন, পুলিশের অবহেলার কারণেই তাঁর সন্তান খুন হয়েছেন। গত সোমবারও তিনি আজকের পত্রিকাকে বলেছেন, তিনি এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও