কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনার বিরুদ্ধে শিশুরা কিভাবে এত শক্তিশালী

কালের কণ্ঠ প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২১, ১৭:৩৬

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, করোনাভাইরাসের হুমকি মোকাবেলায় শিশুদের রোগপ্রতিরোধ ব্যবস্থা যথেষ্ট কার্যকর। এ কারণে তারা কম অসুস্থ হয় এবং অনেক ক্ষেত্রে তাদের অসুস্থতা গুরুতর পর্যায়ে পৌঁছায় না। বিজ্ঞানীরা বলেন, শিশুদের শ্বাসনালী শক্তিশালী অ্যান্টিভাইরাল প্রোটিন তৈরি করে যা ভাইরাসটির মুখোমুখি হওয়ার আগেই তাকে তার পথেই থামিয়ে দেয়। গবেষকরা বলেছেন, শিশুদের একটি শক্তিশালী সহজাত প্রতিক্রিয়া রয়েছে যা বিপদগুলো স্বয়ংক্রিয়ভাবে টের পায়।


ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষণার অন্যতম লেখক ড. মাসাহিরো ইয়োশিদা বলেন, শিশুদের সহজাত ইমিউন সিস্টেম আরো নমনীয় এবং নতুন হুমকির মোকাবেলায় আরো ভালোভাবে সাড়া দিতে সক্ষম। তিনি শিশুদের মধ্যে একটি খুব দ্রুত ইমিউন প্রতিক্রিয়া সম্পর্কে বর্ণনা করেছেন যা 'কভিড-১৯ দ্বারা কেন তারা কম গুরুতরভাবে প্রভাবিত হয় তা ব্যাখ্যা করতে সহায়তা করে'। শিশুরা ভাইরাস ছড়াতে পারে। সে জন্য অনেক দেশে শিশুদের ভ্যাকসিন দেওয়ার জন্য সুপারিশ করা হচ্ছে। ১৭ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাজ্যে স্কুল শিক্ষার্থীদের সংক্রমণের হার সবচেয়ে বেশি ছিল। কিন্তু গুরুতর অসুস্থতা এবং মৃত্যুর হার খুবই কম। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও