৫জি প্রযুক্তি নিয়ে শঙ্কায় মার্কিন সরকারের দ্বারস্থ এয়ারবাস-বোয়িং

বিডি নিউজ ২৪ আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১, ১৮:২৫

মার্কিন সরকারকে ৫জি প্রযুক্তির প্রচলনে বিলম্বের আহ্বান জানিয়েছে বিশ্বের শীর্ষ দুই উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান। বোয়িও ও এয়ারবাসের আশঙ্কা, “এভিয়েশন শিল্পের উপর ভয়াবহ বিরূপ প্রভাব ফেলবে” ৫জি প্রযুক্তি। নিজেদের আশঙ্কার কথা জানিয়ে মার্কিন কর্তৃপক্ষের কাছে চিঠি লিখেছেন দুই প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা। ৫জি ওয়্যারলেসের সি-ব্যান্ড স্পেকট্রাম উড়োজাহাজের যন্ত্রপাতির কার্যক্ষমতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কার কথা জানিয়েছেন আগেই।


অন্যদিকে, ৫ জানুয়ারি থেকে দেশব্যাপী ৫জি সেবা চালু করবে মার্কিন টেলিকম জায়ান্ট এটিঅ্যান্ডটি এবং ভেরাইজন। “৫জি’র হস্তক্ষেপে উড়োজাহাজগুলোর নিরাপদে পরিচালনার সক্ষমতা নেতিবাচকভাবে প্রভাবিত হতে পারে।”--  মার্কিন পরিবহন মন্ত্রী পিট বুটিজেজের কাছে লেখা চিঠিতে বলেছেন বোয়িং ও এয়ারবাস প্রধান ডেভ ক্যালহোউন এবং জেফরি নিটেল। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও