পর্দায় নগ্নতা: নিজের প্ল্যাটফর্মে নিজেই নিষিদ্ধ অ্যামাজন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১, ১৬:৫৮

নগ্নতা অথবা যৌনতার ইঙ্গিত দেয় এমন কনটেন্ট প্রসঙ্গে কড়া নীতিমালা আছে অ্যামাজনের মালিকানাধীন স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচের। কিন্তু সেই নীতিমালা ভাঙা কনটেন্টের কারণে টুইচে নিষিদ্ধ হয়েছে ‘অ্যামাজন প্রাইম ভিডিও’ চ্যানেল।বিবিসি জানিয়েছে, স্প্যানিশ ভাষার স্বীকৃত চ্যানেলটিকে টুইচে নিষিদ্ধ করা হয়েছে রোববার; ব্যবহারকারীদের জন্য কোনো ব্যাখা দেয়নি টুইচ। তবে বার্তাসংস্থাটির বলছে, এক নারী উপস্থাপকের স্তন উন্মুক্ত হওয়ার জেরে অ্যামাজনের চ্যানেলটি নিষিদ্ধ করেছে টুইচ।  


ক্যামেরার সামনে সম্পূর্ণ বা আংশিক নগ্নতা সমর্থক করে না টুইচ। স্ট্রিমিং সেবাটির নীতিমালা বলছে, “নারী হিসেবে যারা উপস্থাপন করছেন আমরা আপনাদের স্তনবৃন্ত ঢেকে রাখতে বলছি। আমরা স্তনের নিচের অংশ উন্মুক্ত করার অনুমতি দেই না।”‘যৌনতার ইঙ্গিত’ করে এমন কোনো কনটেন্ট নিজস্ব প্ল্যাটফর্মে প্রচার করে না টুইচ। ক্যামেরার সামনে ‘স্তন, নিতম্ব বা শরীরের নিচের অংশ’ উন্মুক্ত করার বিষয়ে আছে কড়া নিষেধাজ্ঞা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও