বরিশাল সিটিতে অপ-উন্নয়ন

প্রথম আলো বরিশাল সিটি করপোরেশন সম্পাদকীয় প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১, ১২:০৫

যেকোনো উন্নয়ন প্রকল্প শুরুই হয় সম্ভাব্যতা যাচাই ও নিরীক্ষার মধ্য দিয়ে। সেখানেই বেরিয়ে আসে প্রকল্পটি অনুমোদনযোগ্য কি না এবং এর জন্য কী রকম বরাদ্দের প্রয়োজন। প্রকল্প বাস্তবায়নের জন্য একেবারেই সাধারণ এ নিয়ম না মেনে একের পর এক প্রকল্প শুরু হয় বরিশাল সিটি করপোরেশনে। যার ফলে প্রকল্পগুলো একরকম মুখ থুবড়ে পড়েছে। সেই সঙ্গে গচ্চা যাচ্ছে সরকারের ৭৩ কোটি টাকা। অপ-উন্নয়নের বড় ধরনের নজির বলা যায় প্রকল্পগুলোকে। জনগণের কল্যাণের জন্য যে উন্নয়ন, সেটি এভাবে ব্যর্থ হলো তা খুবই দুঃখজনক।


প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, বরিশালের তিনটি প্রকল্প দীর্ঘদিনেও আলোর মুখ দেখেনি। প্রায় ৪৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বা পানি শোধনাগারের নির্মাণকাজ শেষ হওয়ার পর পাঁচ বছরেও সেগুলো চালু হয়নি। দুই দফা ব্যয় বাড়িয়ে ২৫ কোটি টাকায় বঙ্গবন্ধু মিলনায়তনের কাজ সম্পন্ন করা যায়নি সাত বছরেও। পাঁচ কোটি টাকা ব্যয়ে শহরের দুই প্রবেশদ্বারে নির্মাণাধীন সিটি গেট দুটিও অর্ধনির্মিত অবস্থায় পড়ে আছে কয়েক বছর ধরে। শোধনাগারের কাজ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। বাকি দুটি প্রকল্প সিটি করপোরেশনের অধীনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও