১৪ বছরের আগে কাজ করা যাবে না
দেশে সবচেয়ে বেশি পরিমাণে শুঁটকি প্রক্রিয়াকরণ হয় কক্সবাজার জেলা সদর ও মহেশখালী উপজেলায়। সেখানে যে ১৫ হাজার শ্রমিক কাজ করেন, তার মধ্যে ২০ শতাংশই শিশু। শুঁটকি প্রক্রিয়াজাত করার কাজটিকে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ বলে দীর্ঘদিন ধরে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে।
অথচ সরকার ঘোষিত ঝুঁকিপূর্ণ ৩৮টি খাতের মধ্যে শুঁটকি নেই। সে জন্য এই কাজে কোনো দুর্ঘটনা ঘটলে জবাবদিহি ছাড়াই পার পেয়ে যান দায়ী ব্যক্তিরা। এমন বাস্তবতায় শুঁটকিসহ আরও পাঁচটি খাতকে ঝুঁকিপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত করতে চায় সরকার ও শ্রমিকপক্ষ। তবে প্রস্তাবিত তালিকা নিয়ে আপত্তি আছে মালিকপক্ষের।