সত্যিকারের সংলাপ চাই, ‘লোক দেখানো’ কিছু নয়

প্রথম আলো ড. বদিউল আলম মজুমদার প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১, ০৭:৩৪

মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আয়োজন করেছেন। অতীতের অভিজ্ঞতার আলোকে এই সংলাপে নিতান্তই অনুষ্ঠান ও আনুষ্ঠানিকতার বাইরে কিছু হবে বলে আশা করা যায় না। কারণ, আমাদের সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির নিয়োগ ব্যতীত অন্য সব ক্ষেত্রেই রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর সুপারিশের ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হয়।


তাই ২০১২ ও ২০১৭ সালের মতো আবারও একই ধরনের অনুসন্ধান কমিটি ও নির্বাচন কমিটি গঠিত হবে, তা প্রায় নিশ্চিত করেই বলা যায়। তবে ভোটাধিকার পুনরুদ্ধারের মাধ্যমে জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে যে অধিকার প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সেটার গুরুত্ব বিবেচনায় নিয়ে আজ একটি সত্যিকারের সংলাপ আবশ্যক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও