রাষ্ট্রপতির সংলাপ জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা : রিজভী

ঢাকা পোষ্ট জিয়ার মাজার, চন্দ্রিমা উদ্যান, ঢাকা প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১, ১৫:৪৪

রাষ্ট্রপতির সংলাপ দেশের ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রাষ্ট্রপতি কিসের সংলাপ করছেন? তাহলে আবার কি হুদা মার্কা নির্বাচন হবে? আরেকটি রকিব মার্কা নির্বাচন হবে? হুদা মার্কা নির্বাচনে আমরা দেখেছি নিশিরাতের নির্বাচন, দিনের বেলায় কোনো নির্বাচন হয় না, রাতের অন্ধকারে নির্বাচন হয়।


সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে নবগঠিত খুলনা জেলা ও মহানগরের নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।


রিজভী বলেন, রকিব মার্কা নির্বাচনে দেখেছি চতুষ্পদ জন্তু ভোট কেন্দ্রে ঘুরে বেড়ায়, সেখানে ভোটাররা থাকেন না। এটা হলো পরিস্থিতি। তাহলে সংলাপের নামে যে ভেলকিবাজি করা হচ্ছে, সংলাপের নামে যে বায়োস্কোপ করা হচ্ছে তার জন্য জাতির কাছে একদিন আওয়ামী লীগ সরকারকে জবাবদিহি করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও