মনে রাখতে হবে, আমরা বিজয়ী জাতি: নৌবাহিনীর তরুণ কর্মকর্তাদের প্রধানমন্ত্রী

বিডি নিউজ ২৪ গণভবন প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১, ১২:৫৮

মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য নৌ বাহিনীর নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সোমবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ নৌ বাহিনীর ‘মিডশিপম্যান ২০১৯ আলফা’ এবং ‘ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২১ ব্রাভো’ ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে যুক্ত হয়ে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।


নবীন কর্মকর্তাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “আজ তোমাদের চমৎকার কুচকাওয়াজ উপভোগ করতে পেরে আমি অত্যন্ত মুগ্ধ। করোনা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ নেভাল একাডেমিতে চলমান প্রশিক্ষণ কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবেলায় তোমরা তোমাদের অদম্য আগ্রহ, দৃঢ় মনোবল ও সাহসী মানসিকতার পরিচয় দিয়েছ। আমি আশা করি, চাকরি বা ব্যক্তিগত জীবনের যে কোনো সঙ্কটে তোমরা এ ধরনের সুবিবেচনা ও নেতৃত্বের গুণাবলীর পরিচয় দেবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও