তৈরি পোশাকে অবচয় সুবিধা প্রায় দ্বিগুণ বাড়ল
পোশাক খাতের সর্বোচ্চ অবচয় হার ১৬ শতাংশ থেকে প্রায় দ্বিগুণ বাড়িয়ে ৩০ শতাংশ করেছে সরকার; তবে তা ‘প্রত্যাখানের’ কথা জানিয়েছে বিকেএমইএ। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি অনুবিভাগের এক আদেশে দুই দশকের বেশি সময় আগের এ নীতি পরিবর্তন করা হয়। আদেশে বলা হয়, বেসিক কাপড়ে সর্বোচ্চ অবচয় ধরা হবে ২৭ শতাংশ, বিশেষ কাপড়ে ৩০ শতাংশ এবং সুয়েটার ও মোজার ক্ষেত্রে ৪ শতাংশ অবচয় ধরা হবে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।
তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে প্রয়োজনীয় শর্ত- নির্দেশনা জারি করতে পারবে বলে আদেশে উল্লেখ করা হয়।পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ গত এক বছর ধরে সর্বোচ্চ ৪০ শতাংশ অবচয় সুবিধা আদায় করতে সরকারের সঙ্গে দর কষাকষি করছে। রাতে এ আদেশের বিষয়ে জানতে চাইলে বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “আমরা এ আদেশ প্রত্যাখ্যান করছি। আগামীকাল (সোমবার) আনুষ্ঠানিকভাবে জানাব।