কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পারিবারিক কলহের জেরে চুল-ভ্রু কেটে গৃহবধূকে নির্যাতন

জাগো নিউজ ২৪ শাহজাদপুর প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১, ১৮:৪৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীর চুল কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার (১৯ ডিসেম্বর) ওই গৃহবধূকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ওই নারীর চুল ও ভ্রু কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। সুস্থ হতে কয়েকদিন সময় লাগবে। ভুক্তভোগী নারীর মা জানান, ২০০৬ সালে শাহজাদপুর উপজেলার খাস সাতবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মেহেদি হাসান সুজনের সঙ্গে তার মেয়ের পারিবারিকভাবে বিয়ে হয়। তবে গার্মেন্টসে চাকরির সূত্রে স্বামীর সঙ্গে তার মেয়েও গাজীপুরে থাকত। তাদের দুটি কন্যাসন্তানও আছে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এরই জেরে সুজন তার মেয়েকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করত। নির্যাতিতার মা আরও জানান, ১৩ ডিসেম্বর সুজন তার মেয়ের চুল ও ভ্রু কেটে দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও