ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৫০
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একইসময়ে ডেঙ্গুতে মারা গেছেন ২ রোগী। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৭৭ জন এবং মারা গেছেন মোট ১০৩ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তর জানায়, শনিবার সকাল থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ভর্তি হয়েছেন ১৮ জন এবং ঢাকার বাইরে ৩২ জন।
চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে ডিসেম্বরে ৯৫৫ জন, নভেম্বরে ৩ হাজার ৫৬৭ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস, ১ সপ্তাহ আগে