অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষা জরুরি
ব্যক্তিগত তথ্য সুরক্ষার অধিকার মানবাধিকার হিসেবে বিবেচিত। বাংলাদেশের সংবিধানে ৪৩ অনুচ্ছেদে স্পষ্টভাবে তথ্য সুরক্ষার কথা বলা হয়েছে। ডিজিটাল প্রযুক্তির যুগে অনলাইনে তথ্য সুরক্ষার প্রয়োজনীয়তা অনেকাংশে বেড়েছে। কারণ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) তথ্য মতে, বর্তমানে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১১২.৭১৩ মিলিয়ন।
এই বিশাল জনগোষ্ঠীর ইন্টারনেট নিরাপত্তা অনেকটাই হুমকির মুখে। ইন্টারনেট ব্যবহারকারীরা প্রতিনিয়তই কোনো না কোনো হয়রানির শিকার হচ্ছেন এবং তাদের ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপের ঘটনা ঘটে চলেছে অহরহ। উলেল্গখ্য, আমাদের বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহারে সচেতন নন এবং অনেকেই ইন্টারনেটের নিরাপত্তার বিষয়গুলো সঠিকভাবে বোঝেন না, যার ফলে প্রতিনিয়ত তাদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সরকারিভাবে ইন্টারনেট নিরাপত্তা নিয়ে কোনো জনসচেতনতামূলক কার্যক্রম নেই এবং বেসরকারি পর্যায়েও তা অপ্রতুল।