রূপকথার বিয়ে মিটেছে সদ্য। সানাইয়ের সুর ফিকে হয়েছে সবে। গায়ে এখনও বিয়ের গন্ধ লেগে। মহা ধুমধামে সাত পাক ঘুরে মধুচন্দ্রিমা কাটিয়ে শহরে ফিরেছেন। আর ফিরেই সোজা হেঁসেলে ঢুকে পড়লেন পঞ্জাবি বউমা ক্যাটরিনা কইফ। পঞ্জাবি ঘরের রীতি মেনে হাতাখুন্তি তুলে নিয়ে জমিয়ে রাঁধলেন সুজির হালুয়া। সেই ছবি আবার ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। খানিক গর্বের সুরেই লিখেছেন, ‘আমি তৈরি করেছি’। শ্বশুরবাড়িতে এই প্রথম রান্না করলেন ক্যাটরিনা। তিনি যাতে পঞ্জাবি বাড়ির সব রীতিনীতি শিখে নিতে পারেন, সে দিকে বিশেষ নজর দিচ্ছেন ভিকির মা বীণা কৌশল।
You have reached your daily news limit
Please log in to continue
Katrina Kaif: মধুচন্দ্রিমা থেকে ফিরেই হেঁসেলে ‘পঞ্জাবি বউ’ ক্যাটরিনা! কী বানালেন তিনি?
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন