কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফেনীতে বিনা ভোটে জয়ের পথে ওরা ১১ জন

ঢাকা টাইমস ফেনী প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২১, ১২:৩২

ফেনীর দাগনভূঞা ও সোনাগাজীতে বিনা ভোটে চেয়ারম্যান হচ্ছেন নৌকার ১১ প্রার্থী। এর মধ্যে ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়নের চারটি, দাগনভূঞার ছয় ইউনিয়নের পাঁচটি ও সোনাগাজীর ৯ ইউনিয়নের দুটিতে চেয়ারম্যান হচ্ছেন তারা। জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের হারুন অর রশিদ, ধর্মপুর ইউনিয়নের শাহাদাত হোসেন ও শর্শদি ইউনিয়নে জানে আলম ভূঁঞা। এছাড়া কাজিরবাগ ইউনিয়নের কাজী বুলবুল আহম্মদ একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। ফলে বর্তমানে সদর উপজেলায় একক প্রার্থী হিসেবে নৌকার চারজন প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হতে চলেছেন। দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নে নুর নবী, পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নে মাসুদ রায়হান, ইয়াকুবপুর ইউনিয়নে আবুল ফোরকান বুলবুল, মাতুভূঞা ইউনিয়নে আবদুল্লাহ আল মামুন ও রাজাপুর ইউনিয়নে জয়নাল আবেদীন মামুন। সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নে মোশাররফ হোসেন বাদল ও মতিগঞ্জ ইউনিয়নে রবিউজ্জামান বাবুর নৌকা প্রতীকের প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় বিনা ভোটে চেয়ারম্যান হচ্ছেন তারা।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও