![](https://media.priyo.com/img/500x/https://img.thedailystar.net/bangla/sites/default/files/styles/big_202/public/images/2021/12/16/untitled-2-01_4.jpg?itok=N6nak_Jv×tamp=1639663100)
শেষ হাসিটা বাংলাদেশের
ডেইলি স্টার
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২১, ২০:২৭
যুদ্ধ-বিধ্বস্ত এবং সম্পদ স্বল্পতার বাংলাদেশকে ১৯৭১ সালে জন্মের সময় তলাবিহীন ঝুড়ি বলা হয়েছিল। কিন্তু গত কয়েক দশকের স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়নে বাংলাদেশ এখন উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসেবে প্রশংসিত হচ্ছে।
খ্যাতিমান অর্থনীতিবিদ, লেখক এবং ভারতের সাবেক প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রামানিয়ান বলেছেন, 'কয়েক দশক ধরে এই দেশ (বাংলাদেশ) ছিল অবজ্ঞার পাত্র...কিন্তু এখন আর নয়। এটি এখন উন্নয়নের একটি উজ্জ্বল মডেল। দেশটির যেভাবে জন্ম হয়েছে, এর কাছ থেকে স্বাধীনতা সংগ্রামী দেশগুলোর অনেক কিছু শেখার আছে।'
জিডিপি, মাথাপিছু আয়, রপ্তানি, বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ অর্থনীতির প্রায় সব ধরনের সূচকেই নিজেদের অবস্থার উন্নতির পাশাপাশি বাংলাদেশ এখন অ্যাপারেল রপ্তানিতে বিশ্বের দ্বিতীয়।