মানুষের যুক্ততাই মুক্তিযুদ্ধ জাদুঘরের মূল শক্তি

সমকাল মফিদুল হক প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১, ১৪:৪৪

তখন মুক্তিযুদ্ধের ২৫ বছর পেরিয়ে যাচ্ছিল। আমরা সমমনা কয়েকজন প্রায়ই আলোচনা করতাম- স্বাধীনতার অনেক বছর পার হয়ে যাচ্ছে, অথচ মুক্তিযুদ্ধের স্মৃতি সংগ্রহের কোনো উদ্যোগই নেওয়া হচ্ছে না। যদি শুধু সরকারিভাবে এটা করার কথা বলতে থাকি, তাহলে আরও হয়তো ৫০ বছর লেগে যাবে। এর মধ্যে অনেক কিছু হারিয়ে যাচ্ছে, অনেকেই চলে যাচ্ছে। অনেক স্মারক, স্মৃতি নষ্ট হয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাটা বহমান রাখার বিষয়ে আমরা চিন্তিত হয়ে পড়ি।


তখন নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে একটি জাদুঘর প্রতিষ্ঠার কথা ভাবি। সে চিন্তা থেকেই ১৯৯৫ সালে মুক্তিযুদ্ধ স্মৃতি ট্রাস্ট গঠন করা হয়। ট্রাস্টের মাধ্যমে অনেক রকম পরিকল্পনা গৃহীত হয়। তখন মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠা করার বিষয়টাও স্থির হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও