You have reached your daily news limit

Please log in to continue


বঙ্গভঙ্গের বিপ্লবী যুগের নায়িকা হলেন জয়া

ফের ১৯৪৭-এর দেশভাগের গল্পে অভিনয় করতে চলেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশভাগের যন্ত্রণা নিয়ে আকরাম খানের পরিচালনায় ‘খাঁচা’-তে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন তিনি। এবার পশ্চিমবঙ্গের নির্মাতা সৌকর্য ঘোষালের পরিচালনায় বঙ্গভঙ্গের উত্তাল সময়ের গল্পে বিশেষ চরিত্রে জয়া। বার্তা ২৪.কমকে খবরটি নিশ্চিত করেছেন জয়া আহসান নিজেই।

জয়া আহসান বলেন, “ঐতিহাসিক ছবি বা ঐতিহাসিক প্রেক্ষাপটে কাজ করতে, আমার মনে হয় যে কোন অভিনেতা-অভিনেত্রীরই ভালো লাগে। তার ভেতরে এরকম একটি আইকনিক চরিত্র, এখানে যে চরিত্রগুলো রয়েছে-যেমন বাঘাযতিন, অরবিন্দ বোস-অর্থ্যাৎ দেশভাগের সময় যে চরিত্রগুলো হিরো, একই সঙ্গে অলক্ষ্যে থাকা কিছু হিরোর কথাও এখানে বলা হয়েছে। তার মধ্যেই একটি চরিত্র আসলে আমি প্লে করবো।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন