নতুন ব্যাকটেরিয়ার নাম সিঙ্গাপুর

কালের কণ্ঠ সিঙ্গাপুর প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১, ১৪:৩১

ত্বকে উৎপন্ন ব্যাকটেরিয়ার এক প্রজাতি উদ্ভব করেছেন সিঙ্গাপুরের চিকিৎসকরা। ত্বকের ক্ষতের নমুনা থেকে এই ব্যাকটেরিয়ার উদ্ভব করেছে তারা। তবে শুধু এই ব্যাকটেরিয়ার উদ্ভব করেই শেষ না নিজেদের দেশের নামেই রেখেছেন ব্যাকটেরিয়ার নাম। নতুন প্রজাতির এই ব্যাকটেরিয়ার নাম ‘সিঙ্গাপুর।’ ইন্টারন্যাশনাল জার্নাল অফ সিস্টেম্যাটিক অ্যান্ড ইভোলিউশনারি মাইক্রোবায়োলজি সাময়িকীতে গেলো অক্টোবরের ২৬ তারিখ এ গবেষণা প্রকাশিত হয়েছে। 


নতুন ব্যাকটেরিয়া সিঙ্গাপুর হলো স্ট্যাফিলোকোকাস অ্যারিয়াসের একটি অংশ যার ফলে ত্বকে ইনফেকশন থেকে শুরু থেকে রক্তে মারাত্মক ইনফেকশন হতে পারে এবং এ থেকে হতে পারে মৃত্যু।  ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজের ন্যাশনাল  পাবলিক হেলথ ল্যাবরেটরির পরিচালক সহযোগী অধ্যাপক রেমন্ড লিন বলেন, যেকেউ জীবনের যেকোন পর্যায়ে এই ব্যাকটেরিয়ার মাধ্যমে আক্রান্ত হতে পারে।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও