করোনায় ১০ হাজার বেশি মৃত্যুর কথা স্বীকার করলো গুজরাট

বাংলা ট্রিবিউন সুপ্রিম কোর্ট, নয়া দিল্লি প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১, ২১:০৭

করোনাভাইরাসে স্বজন হারানো পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে নতুন তালিকা প্রকাশ করেছে ভারতের গুজরাট রাজ্য সরকার। এতে রাজ্যটিতে আগের হিসাবের চেয়ে দশ হাজার বেশি মানুষের মৃত্যু দেখানো হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) ভারতের সুপ্রিম কোর্টে এই তালিকা উপস্থাপন করা হয়েছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।


গুজরাট রাজ্য সরকারের দেওয়া নতুন তালিকায় ভারতে করোনা মহামারিতে মৃত্যুর পরিমাণ দুই শতাংশ বেড়ে গেছে। এর আগে গুজরাট সরকার রাজ্যটিতে করোনায় ১০ হাজার ৯৮ জনের মৃত্যুর কথা জানায়। তবে রাজ্য সরকার ১৯ হাজার ৯৬৪ জনের পরিবারকে করোনা ক্ষতিপূরণ প্রদান করেছে। ভারতের সরকারি হিসেবে করোনায় সোমবার পর্যন্ত চার লাখ লাখ ৮৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও