নেতাজি জীবিত না মৃত জানাতে চান হাই কোর্ট
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১, ১৭:১৯
কেন্দ্রের ‘নেতাজি-অস্বস্তি’ এ বার কলকাতা হাই কোর্টেও। নেতাজি সুভাষচন্দ্র বসু কি জীবিত না মৃত? এ নিয়ে তথ্য জানাতে কেন্দ্রকে নির্দেশ দিল হাই কোর্ট। আজ সোমবার কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলার শুনানিতে আদালত জানিয়েছে, নেতাজি জীবিত না মৃত, তা আট সপ্তাহ অর্থাৎ দুই মাসের মধ্যে একটি হলফনামায় কেন্দ্রকে জানাতে হবে।
হাই কোর্টে একটি জনস্বার্থ মামলায় এ নিয়ে আবেদন করেছিলেন হরেন বাগচী নামে এক ব্যক্তি। পাশাপাশি, ভারতীয় টাকায় নেতাজির ছবি ব্যবহার করা যায় কি না, তা-ও কেন্দ্রের কাছে জানতে চেয়েছেন তিনি।