You have reached your daily news limit

Please log in to continue


হারনাজকে নিয়ে ‘গর্বিত’ সুস্মিতা সেন

২০২১ সালের মিস ইউনিভার্স বিজয়ী হারনাজ সান্ধুকে শুভকামনা জানালেন সাবেক মিস ইউনিভার্স, অভিনেত্রী সুস্মিতা সেন। রোববার মধ্যরাতে ইসরায়েলের বন্দরনগরী এইলাটে এ প্রতিযোগিতার ৭০তম আসরের বিজয়ী হিসেবে হারনাজের নাম ঘোষণা করা হয়। হারনাজের হাত ধরে ২১ বছর পর মিস ইউনিভার্স মুকুট ফিরল ভারতে।

প্রথম কোনো ভারতীয় হিসেবে ১৯৯৪ সালে এ মুকুট পেয়েছিলেন বলিউড তারকা সুস্মিতা সেন। সবশেষে ২০০০ সালে ভারতের লারা দত্ত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরা হয়েছিলেন। সোমবার এক ফেইসবুক পোস্টে সুস্মিতা লিখেছেন, “তোমাকে নিয়ে আমি গর্বিত। ‍ভারতকে দারুণভাবে উপস্থাপন করে ২১ বছর পর মুকুট ফিরিয়ে আনার জন্য তোমাকে শুভেচ্ছা জানাই। আশা করি তুমি একদিন রাজত্ব করবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন