সভা-সমাবেশে আপত্তি, বুস্টার ডোজের সুপারিশ জাতীয় কমিটির
ঢাকা টাইমস
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১, ১৪:২৫
দেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সরকারের কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। করোনা নতুন ধরনটি রোধে জরুরি প্রয়োজন ছাড়া সভা-সমাবেশ না করার সুপারিশ করেছে কমিটি। এছাড়া সংক্রমণ রোধে ষাটোর্ধ্ব ও সম্মুখসারির যোদ্ধাদের টিকার বুস্টার ডোজ প্রয়োগের সুপারিশ করেছে পরামর্শক কমিটি। সোমবার কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সুপারিশের কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, কোভিড-১৯ রুটিন ভ্যাকসিনেশনের জন্য পর্যাপ্ত টিকা নিশ্চিত করে ষাটোর্ধ্ব জনগোষ্ঠী ও সম্মুখসারির যোদ্ধা, যাদের দুই ডোজ কোভিড-১৯ টিকা অন্তত ছয় মাস আগে দেওয়া হয়েছে, এমন জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ দেওয়া যেতে পারে।