![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share_sports%2Fpublic%2Fimages%2F2021%2F12%2F12%2Fcricket.jpg%3Fitok%3DJwCn9t7i)
নিউজিল্যান্ডে মুক্ত বাতাসে ক্রিকেটাররা
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এরই মধ্যে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পুরো দল এখন কোয়ারেন্টিনে। আজ রোববার সকালে রুম থেকে বের হতে পেরেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। হোটেলের মধ্যে একটি খোলা জায়গায় দূরত্ব বজায় রেখে নিজেদের মধ্যে কথাবার্তা বলেছেন কয়েকজন ক্রিকেটার। দুদিন হোটেল-বন্দী থাকার পর অবশেষে মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছেন তাঁরা।
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এ ব্যাপারে বলেন, ‘দীর্ঘ বিমান যাত্রার পর আমরা নিউজিল্যান্ডে পৌঁছেছি। এয়ারপোর্ট থেকে আমরা সরাসরি হোটেলে চলে এসেছি। কঠোর কোয়ারেন্টিনে আছি। রুমের ভেতরে থেকেই সবকিছু করতে হবে। কাল আমদের ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ করতে পারব।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে