![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F720x0x1%2Fuploads%2Fmedia%2F2021%2F12%2F12%2Fc1fe62b8327fb8cf9601fbb9a1da70b6-61b5c4b48f5c7.jpg)
জেদি শিশু সামলাবেন যেভাবে
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১, ১৬:১০
জেদি, একগুঁয়ে সন্তানকে সামলাতে গিয়ে প্রায় সব বাবা-মা হতাশ হয়ে পড়েন। তাদেরকে পড়ার কথা বললে এমনকি গোসল করা, খাওয়া, ঘুমাতে যাওয়ার কথা বললেও তারা শুনতে চায় না। এ নিয়ে প্রতিদিনই লড়তে হয় বাবা-মাকে।এতে করে তাদের অজান্তেই সেসব জেদি শিশু আরও জেদি হয়ে ওঠে। তারা নিজেদের মতো করেই চলতে চায়। এমন জেদি শিশুদের নিয়ন্ত্রণ করার সবচেয়ে ভালো উপায় হলো তাদেরকে এটা বুঝতে দেওয়া যে তাদের আচরণের কোনও মূল্য নেই। এরই মাঝে তাদের ভালো আচরণগুলোকে উৎসাহিত করতে হবে। জেদি শিশুদের নিয়ন্ত্রণ করার কিছু কৌশল আছে।
- ট্যাগ:
- লাইফ
- জীবন চর্চা
- কৌশল
- গোসল
- সন্তান পালন
- শিশুর আচরণ