যুক্তরাষ্ট্রে ৫ মাস ধরে ২৪ শতাংশের বেশি প্রবৃদ্ধি
যুক্তরাষ্ট্রের বাজারে ভালো সময় পার করছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প। কারণ, পাঁচ মাস ধরে বাজারটিতে ২৪ শতাংশের বেশি প্রবৃদ্ধি রয়েছে। সব মিলিয়ে চলতি বছরের প্রথম ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) যুক্তরাষ্ট্রে ৫৬৯ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছেন বাংলাদেশের উদ্যোক্তারা, দেশীয় মুদ্রায় ৪৮ হাজার ৩৬৫ কোটি টাকার সমান।
ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) সম্প্রতি এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। তাতে দেখা যায়, চলতি বছরের প্রথম ১০ মাসে বাজারটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে পৌনে ২৭ শতাংশের মতো।
এদিকে করোনা পরিস্থিতির উন্নতি হতেই যুক্তরাষ্ট্রের ক্রেতাদের কেনাকাটা বাড়তে শুরু করেছে। আবার সামনে বড়দিন। তাতে দেশটির ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠান পোশাকের ক্রয়াদেশ পাল্লা দিয়ে বাড়ায়। চলতি বছরের জানুয়ারি-অক্টোবরে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বিভিন্ন দেশ থেকে ৬ হাজার ৬৯১ কোটি মার্কিন ডলারের পোশাক আমদানি করেন। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ২৪ শতাংশ।