নিরাপদ সড়কের দাবিতে রামপুরায় ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ

বিডি নিউজ ২৪ রামপুরা, ঢাকা প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২১, ১৯:২৭

নিরাপদ সড়ক নিশ্চিত করা ও দেশজুড়ে সব গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া চালুসহ ১১ দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শনিবার রামপুরা ব্রিজে অনুষ্ঠিত সমাবেশে ‘নিরাপদ সড়ক ও হাফপাস আমাদের অধিকার’ শ্লোগান নিয়ে ছাত্র-শিক্ষক, অভিভাবক ও শ্রমিকেরা যোগ দেন।সমাবেশের সঞ্চালক খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিরাপদ সড়ক আন্দোলনের ১১ দফা দাবি নিয়ে আজকে সমাবেশ হয়েছে।


“আমরা স্পষ্ট করে বলতে চাই, সড়ক আন্দোলন শুধু শিক্ষার্থীদের নয়, এটা সর্বস্তরের মানুষের আন্দোলন।”সমাবেশে শিক্ষক প্রতিনিধি হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহম্মদ, অভিভাবক প্রতিনিধি হিসেবে যাত্রী কল্যাণ সমিতির কেন্দ্রীয় মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী ও জাকির হোসেন, শ্রমিক প্রতিনিধি হিসেবে রাইড শেয়ার এন্ড সার্ভিস ডেলিভারী ওয়ার্কার্স ইউনিয়নের সদস্য সচিব রিয়াজ মাহমুদ ও ঢাকা জেলা ট্যাক্সি ইউনিয়নের সহ সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম উপস্থিত ছিলেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও