You have reached your daily news limit

Please log in to continue


নৌকায় ভোট দেয়ায় ১০ গ্রামের নেতাকর্মী বাড়ি ছাড়া

যশোরের শার্শা উপজেলার বাগআচঁড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরবর্তী সময়ে সহিংসতায় নৌকা প্রার্থীর কর্মী ও সমর্থকদের শতাধিক বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। নৌকায় ভোট দেয়ায় ইউনিয়নের ১০ গ্রামের তিন শতাধিক নেতাকর্মীরা বাড়ি-ঘর ছাড়া। নৌকার প্রার্থী বাগআচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস কবির বকুল ভোটের পর থেকেই প্রাণভয়ে বাড়ি ছেড়ে পরিবার নিয়ে আশ্রয় নিয়েছে নিরাপদ স্থানে।

শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু অভিযোগ করে বলেন, বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেকের ইন্দনে জামায়াত বিএনপির লোকজন প্রকাশ্যে নৌকা প্রার্থীর সমর্থক আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটানো হচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কোন শক্তির বলে বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেক আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন