ঝরেপড়া শিক্ষার্থীদের তালিকা তৈরিতে জরিপ শুরু হচ্ছে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২১, ১৩:০৯
করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী পড়ালেখা থেকে ঝরে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকস্তরের ঝরে পড়াদের তালিকা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগ। পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগ থেকে জানা গেছে, এইচএসসি পরীক্ষার পর জরিপ কার্যক্রম শুরু করা হবে।
চলমান অতিমারির কারণে গত ১৭ মাস দেশের সবধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এ সময়ে অনেকে ঢাকা মহানগর ছেড়ে পরিবারের সদস্যদের নিয়ে নিজ জেলায় বা অন্য জেলায় স্থানান্তর হয়েছেন। এ কারণে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ক্লাসে আসছে না। অনেকে গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠনে ভর্তি হওয়ায় তাদের চিহ্নিত করা সম্ভব হচ্ছে না।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর, ২ মাস আগে