আইসিইউ অ্যাম্বুলেন্স যেসব সুবিধা থাকতেই হবে
সাম্প্রতিক একটি ঘটনা। বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে ঢাকার একটি সরকারি হাসপাতালে গেলেন ৫২ বছর বয়সী রাকিবুল ইসলাম। চিকিৎসকেরা প্রাথমিকভাবে পরীক্ষা করে বুঝতে পারেন, তাঁর বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছে। দ্রুত সেখানে ভর্তি করে তাঁকে প্রয়োজনীয় ওষুধ ও ইনজেকশন পুশ করা হয়। একপর্যায়ে রোগী কার্ডিও রেসপিরেটরি অ্যারেস্টে চলে গেলে চারবার ডিসি শক দেওয়া হয়। শেষে জীবন বাঁচাতে লাইফ সাপোর্ট বা ভেন্টিলেটর মেশিনে দেওয়া হয়। কিন্তু এ ধরনের রোগীর দ্রুত প্রাইমারি পিসিআই করার প্রয়োজন। এ জন্য অন্য হাসপাতালে পাঠানোর চেষ্টা করেন রোগীর স্বজনেরা।