![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-12%252F1d491241-e89b-4d9b-8208-5604ae4a1d4d%252FMasuk_Art_09_12_2021.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
অল্পতেই রেহাই পাবেন মুরাদ হাসান?
মুরাদ হাসান মন্ত্রিসভা থেকে বাদ পড়ায় প্রধানমন্ত্রী অভিনন্দিত হয়েছেন। এর কারণ আছে। মুরাদ হাসানের অশ্লীলতা, রুচিবিকৃতি ও বেপরোয়া মনোভাবের যে পরিচয় পাওয়া যাচ্ছিল, এরপর মন্ত্রিসভায় তাঁর থেকে যাওয়া যেকোনো স্বাভাবিক মানুষের জন্য অসহনীয় হয়ে যেত। এ অস্বস্তি থেকে মুক্তি দেওয়ার সবচেয়ে তাৎক্ষণিক ক্ষমতা ছিল প্রধানমন্ত্রীর হাতে। তিনি তা প্রয়োগ করেছেন। উঠতে-বসতে প্রধানমন্ত্রীকে মমতাময়ী মা ডেকে যা ইচ্ছা করার স্বাধীনতা আর ভোগ করতে পারেননি মুরাদ। এটি কিছুটা হলেও স্বস্তি দিয়েছে জাতিকে।