অভিনয়শিল্পী সংঘের নির্বাচন জানুয়ারিতে

ঢাকা টাইমস প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১, ১১:২৪

চলতি বছরের জুনে শেষ হয়েছে ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের বর্তমান কমিটির মেয়াদ। আবার ঘনিয়ে এসেছে নির্বাচনের সময়। আসন্ন নির্বাচনের জন্য ইতোমধ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন ও দুই সদস্যের আপিল বোর্ড গঠন করা হয়েছে। আগামী ১৫ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচনের তফসিল ও দিন নির্ধারণ করবেন। নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে এফডিসিতে।


গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন অভিনেতা খাইরুল আলম সবুজ। তিনি এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন। প্রবীণ এই অভিনেতা বলেন, ‘গত ৬ ডিসেম্বর আমরা নির্বাহী কমিটির কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছি। ১২ ডিসেম্বর মিটিংয়ে বসে নির্বাচনী তফসিল, তারিখ, স্থান ও নির্বাচনের প্রক্রিয়া ঘোষণা করব।’ খাইরুল আলম সবুজের সঙ্গে এবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন দুই প্রবীণ অভিনেতা নরেশ ভূঁইয়া ও মাসুম আজিজ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও