প্রতিবন্ধীদের চাকরি দিলে বেসরকারি প্রতিষ্ঠান পাবে প্রণোদনা: প্রধানমন্ত্রী
তৃতীয় লিঙ্গ এবং প্রতিবন্ধীদের চাকরি দিলে সরকারের পক্ষ থেকে বিশেষ প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেগম রোকেয়া দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান। গণভবন থেকে তিনি ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, এক সময় অটিস্টিক বা প্রতিবন্ধী শিশু জন্ম নিলে বাবা-মা তাদের লুকিয়ে রাখতো, বলতে পারতো না এবং মা জন্ম দিলো কেন—মাকেও পরিবারে অনেক সময় লাঞ্ছিত হতে হয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু জন্ম নিলে তাকে স্বামী তালাক দিয়ে দিয়েছে বা আরেকটা বিয়ে করেছে। এ ধরনের একটা অবস্থা আমাদের সমাজে ছিল। শিশুটিকে লুকিয়ে রাখতো, সমাজের সামনে আনতে চাইতো না, লজ্জা পেত। বিরাট পরিবর্তন সায়মা ওয়াজেদ আনতে পেরেছে। এখন আর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে কেউ লুকিয়ে রাখে না, বরং গর্বে সঙ্গে বলে।