কলকাতার পুরভোটে মমতার ভাইয়ের বৌ ও অন্যান্য কোটিপতি প্রার্থীদের কথা

ডয়েচ ভেল (জার্মানী) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২১, ২০:০৯

আর এগারো দিন পরেই কলকাতা পুরসভার ভোট। সেই ভোটের বেশ কয়েকজন প্রার্থীর সম্পদের হিসাব দেখে অবাক হতে হয়৷  পেশা তাদের সমাজসেবা পুরসভা নির্বাচনে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় লড়ছেন ৭৩ নম্বর ওয়ার্ডে। তিনি মুখ্যমন্ত্রীর ভাই সমীর বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। সমীর অবশ্য কার্তিক নামেই বেশি পরিচিত।  রাজ্য নির্বাচন কমিশনের কাছে কাজরী বন্দ্যোপাধ্যায় যে হলফনামা দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে, স্বামী-স্ত্রী মিলিয়ে তাদের সম্পত্তির পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকা। কাজরী বন্দ্যোপাধ্যায়ের স্থাবর ও অস্থাবর সম্পত্তির আর্থিক পরিমাণ ৩ কোটি ৮৬ লক্ষ ৮২ হাজার ৯৯৯ টাকা। তার মধ্যে অস্থাবর সম্পত্তির মূল্য ২ কোটি ৪৫ লক্ষ ৫৬ হাজার ৮৮৩ টাকা। আর স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪১ লক্ষ ২৬ হাজার ১১৬ টাকা। আর কার্তিকের স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ৯৮ লক্ষ ২৪ হাজার টাকা। দুই জনের মিলিত সম্পত্তির পরিমাণ চার কোটি ৮৫ লাখ টাকারও বেশি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও