You have reached your daily news limit

Please log in to continue


পাপনের আমন্ত্রণে স্টেডিয়ামে মাশরাফি-তামিম, সংকট নিরসনের উদ্যোগ!

চাপের মুখে দারুণ লড়ছিলেন মুশফিকুর রহিম আর লিটন দাস। লিটন হাফসেঞ্চুরি থেকে মাত্র ৫ রান পেছনে দাঁড়িয়ে অফস্পিনার সাজিদ খানের বলে পুল করতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ হন। এরপর মুশফিকের সঙ্গী হন আরেক অভিজ্ঞ ব্যাটার সাকিব আল হাসান। পাকিস্তানি পেসার হাসান আলীকে পর পর তিন বলে বাউন্ডারি হাঁকিয়ে নিজেকে আত্মবিশ্বাসী করে তোলেন সাকিব।

চা বিরতি পর্যন্ত সাকিব খেলেছেন তার মতই। কিন্তু ঠিক চা বিরতির আগের বলে অনাকাঙ্খিত রানআউট হয়েছেন মুশফিক। তার সামনেও ছিল পঞ্চাশে পা রাখার সুবর্ণ সুযোগ। মুশফিকের ইনিংসটি ৪৮ রানে শেষ হওয়ার মধ্য দিয়ে ভাঙে ষষ্ঠ উইকেটে ৪৯ রানের লড়াকু জুটি। এই যখন মাঠের খেলার চালচিত্র, ঠিক তখন মাঠের বাইরে শেরে বাংলার গ্র্যান্ডস্ট্যান্ডে প্রেসিডেন্ট বক্সে অন্য দৃশ্য। হঠাৎ সেখানে হাজির দেশের ক্রিকেটের দুই উজ্জ্বল তারকা মাশরাফি বিন মর্তুজা আর তামিম ইকবাল। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন