
দেশি ৭০, বিদেশি ৫০
বার্তা২৪
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২১, ০৯:১৪
হঠাৎ করেই রাজধানী ঢাকার বাজারে সব ধরনের পেঁয়াজের দাম বেড়েছে পাঁচ থেকে ১০ টাকা। এর মধ্যে দেশি পেঁয়াজের দামই বেড়েছে বেশি।
পাইকাররা বলছেন, বাজারে নতুন পেঁয়াজ না আসা পর্যন্ত দাম কমবে না। খুচরা বিক্রেতারা বলছেন, কেনা দামে তো আর তারা বিক্রি করতে পারেন না। আর এভাবে দাম বাড়ায় ক্রেতাদের চলাই মুশকিল হয়ে যাচ্ছে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর কয়েকটি বাজারে দেখা যায়, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি। গত শনিবারও এই পেঁয়াজ ৬০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া আমাদানি করা পেঁয়াজ পাঁচ টাকা বেড়ে প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।