সু চির কারাদণ্ড দুই বছর কমিয়েছে জান্তা সরকার
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে গণ অসন্তোষে উসকানি ও করোনা বিধি লঙ্ঘনের দায়ে দেওয়া চার বছরের কারাদণ্ড কমিয়ে দুই বছর করা হয়েছে। প্রাথমিকভাবে চার বছরের কারাদণ্ডের বিষয়টি জানা গেলেও মিয়ানমারের জান্তা সরকার তাঁর সাজা দুই বছর কমিয়েছে। সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এক প্রতিবেদনে জানিয়েছে, সামরিক বাহিনী-নিযুক্ত সরকার প্রধানের আংশিক ক্ষমারভিত্তিতে সু চির কারাদণ্ড কমানো হয়েছে। গতকাল সোমবারই জান্তা প্রশাসন জানায়, সাবেক প্রেসিডেন্ট উইন মিন্ট চার বছরের কারাদণ্ড পেয়েছেন। তাঁর সাজার মেয়াদও দুই বছর কমানো হয়েছে। ফলে তিনিও এখন দুই বছর সাজা ভোগ করবেন।