ভালো থাকতে চাইলে টাকা জমান
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২১, ১৭:১০
জীবনটা সমস্যার বেড়াজালে তৈরি। জীবনে চলতে গেলে নানা সমস্যার সম্মুখীন হতে হবে। তাই সমস্যা বাদ দিয়ে জীবন অসম্ভব। তবে জীবনের কঠিন সময়েও আপনাকে টিকিয়ে রাখতে সাহায্য করতে পারে ‘টাকা’। মানে আপনার কাছে টাকা থাকতে হবে। আপনি যদি আর্থিকভাবে স্বাবলম্বী হন,তবে অনেক সমস্যার সমাধান হবে সহজে। কিন্তু কীভাবে টাকা জমাবেন? আজ এ বিষয়ে একটু আলোচনা হোক। ব্যাংক অ্যাকাউন্ট করুন হাতে টাকা থাকলেই খরচ হয়ে যাবে।
তাই একটি ব্যাংক অ্যাকাউন্ট করুন। শুরুটা হতে পারে সঞ্চয় হিসাব (সেভিংস অ্যাকাউন্ট) অথবা স্থায়ী আমানত (ফিক্সড ডিপোজিট)। সঞ্চয় হিসাবে টাকা জমবে। এফডি করলে আপনি নিশ্চয়ই মাসে মাসে তা থেকে লভ্যাংশ পাবেন। বিনিয়োগ করুন কিছু টাকা জমা হলে তা বিনিয়োগের চিন্তা করুন। টাকা অলসভাবে ফেলে রাখার কোনো বুদ্ধিমানের কাজ নয়। তবে কোথায় বিনিয়োগ করছেন তা জেনে-বুঝে করুন।
- ট্যাগ:
- লাইফ
- পরিকল্পনা
- ভবিষ্যৎ
- অর্থ সঞ্চয়