![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fsumon-20211207081840.jpg)
রংপুর মহানগর ছাত্রদলের সভাপতি গ্রেফতার
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২১, ০৮:১৮
রংপুর মহানগর ছাত্রদলের সভাপতি নূর হাসান সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর গুপ্তপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। সুমন নগরীর হাজীপাড়া চামড়াপট্টি এলাকার আফজাল হোসেনের ছেলে।