![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-05%252F61267b23-9d29-451f-9aaa-dca7b7b1e59a%252F1620737349138_1620737343827__OP_9842_copy__1_.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
এখন তো একটু কাশি হলেই ভয় লাগে: সালমান
মেহেবুব স্টুডিওতে রাত তখন প্রায় ৯টা। ট্রিম করা দাড়িতে নতুন লুকে সালমান। পরনে জিনস, গেরুয়া টি-শার্ট আর তার ওপরে চেক শার্ট। মেহেবুব স্টুডিওতে সালমান খানের মুখোমুখি হলেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি। উপলক্ষ, ভাইজানের নতুন ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। অ্যাকশনধর্মী এই ছবিতে সালমানের সঙ্গে আছেন তাঁর ভগ্নিপতি আয়ুশ শর্মা। পর্দায় বোনজামাই-শ্যালকের রসায়ন দেখতে তাই উদগ্রীব হয়ে আছেন সালমানপ্রেমীরা।
শুরুতে এই ছবির সরদার চরিত্রটি অন্য কাউকে দিয়ে করাতে চেয়েছিলেন সালমান, ‘এই ছবির প্লট আর সরদারের চরিত্রটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তবে শুরুতে আমি করতে চাইনি। আমি এর জন্য দু-একজন অভিনেতাকে ফোন করেছিলাম। পরে ভাবলাম যে আমারই যখন এই ছবির গল্প আর চরিত্র এতটা পছন্দ, তখন আমারই করা উচিত। অন্যের মুখাপেক্ষী হওয়ার কী প্রয়োজন।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ২ মাস আগে
১ বছর, ২ মাস আগে
১ বছর, ৩ মাস আগে
১ বছর, ৩ মাস আগে