![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-12%252Ff80f7f6f-b1e9-4cb3-9131-b93c95babe0d%252F322302_01_02.jpg%3Frect%3D0%252C0%252C2545%252C1336%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2021-11%252Fb6d37ce7-992e-4aad-a972-ffb0b487eb4f%252Fwatermark_og.png%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
ইনিংসে ১০ উইকেট নেওয়ার পর যে সমস্যায় পড়বেন প্যাটেল
প্রথম আলো
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২১, ১১:৩৪
এজাজ প্যাটেল ভারতের বিপক্ষে ইনিংসে ১০ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন। এটি এমন এক ইতিহাস, যেটি টেস্টের ১৪৪ বছরে দেখা গেছে মাত্র তিনবার। টেস্টে এক ইনিংসে নির্দিষ্ট এক বোলারের দখলেই প্রতিপক্ষের সব কটি উইকেট, এটি যেকোনো বিচারেই বিরল এক কীর্তি।