দলীয় অনুশীলনে ফিরলেন সাকিব
করোনাভাইরাস পরীক্ষার নমুনা দিয়েছিলেন। কিন্তু ফল হাতে পাওয়া হয়নি। তাই ঢাকা টেস্টের স্কোয়াডে থাকলেও দলীয় অনুশীলনে থাকার অনমুতি মেলেনি সাকিব আল হাসান। যে কারণে আজ (বৃহস্পতিবার) শুরুতে একক অনুশীলন সারতে হয়েছে তাকে। যদিও বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি, ‘নেগেটিভ’ ফল মিলে যাওয়ায় দুপুরেই দলের সঙ্গে যোগ দিতে পেরেছেন বাঁহাতি অলরাউন্ডার।
আজই শুরু হয়েছে বাংলাদেশ দলের ঢাকা টেস্টের প্রস্তুতি। মুমিনুল হকরা দুপুর থেকে অনুশীলনে নামলেও সাকিব শুরু করেছিলেন সকাল থেকে। চোট কাটিয়ে ঢাকা টেস্টের স্কোয়াডে থাকার পরও সাকিব কেন একা অনুশীলন করছেন, তার কারণ জানিয়েছিলেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী এই বলে, ‘যেহেতু সাকিবের করোনা পরীক্ষার ফলাফল এখনও আসেনি, এই কারণে তিনি দলের সঙ্গে যোগ দেননি। যেহেতু তিনি ঢাকা টেস্টের দলে আছেন, তাকে তো অনুশীলন করতেই হবে। বিকালের মধ্যে আমরা করোনার ফল পেয়ে যাবো।