![](https://media.priyo.com/img/500x/https://img.thedailystar.net/bangla/sites/default/files/styles/big_202/public/images/2021/12/01/syed_hafizur_rahman.jpg?itok=kiebL2h2×tamp=1638325334)
বাদ্যযন্ত্রের সঙ্গে যে শিল্পীর হাতে একাত্তরে উঠেছিল অস্ত্রও
ডেইলি স্টার
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২১, ০৮:৫৮
সংগীত তার কাছে ছিল নেশার মতো। সেতার থেকে গিটার, তবলা থেকে বেহালা, বাঁশি থেকে মাউথ অর্গান—যন্ত্র সংগীতে তার ছিল অসাধারণ দখল। শহীদ আলতাফ মাহমুদের সঙ্গে কাজ করতেন। ছিলেন তার সার্বক্ষণিক সহচর।
কিন্তু, সবচেয়ে বড় পরিচয় তিনি ছিলেন ক্র্যাক প্লাটুনের দুর্ধর্ষ গেরিলা মুক্তিযোদ্ধা। বেশ কয়েকটি অপারেশনে অংশ নিয়েছিলেন। নিখুঁতভাবে মাইনের ফাঁদ পাততে পারতেন। তিনি সৈয়দ হাফিজুর রহমান। যার হাত দিয়ে ঢাকায় বেশ কয়েকটি মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এর মধ্যে রয়েছে ঢাকার আসাদ গেটে হানাদারদের সামরিক কনভয়ে মাইন পাতা, সায়েন্স ল্যাবরেটরি, গ্রিন রোড পেট্রোল পাম্প, দোয়েল চত্বরের কাছে মাইন বিস্ফোরণসহ অসংখ্য দুঃসাহসিক অপারেশন।