![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2021/Nov/1638236548_auction.jpg)
IPL: আইপিএলে এ বারই শেষ নিলাম? ফুটবলের ঢংয়ে ট্রান্সফার উইন্ডোর ভাবনা কোটিপতি লিগে
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১, ০৭:২১
নতুন বছরের জানুয়ারিতেই কি আইপিএলের ইতিহাসের শেষ নিলামের আসর বসতে চলেছে? এর পরে কি অন্য কোনও প্রথায় ক্রিকেটারদের দলবদল হবে? যে ভাবে বিশ্বের ক্লাব ফুটবলে কোনও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুভেন্টাস ছেড়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরে আসেন? বা কোনও লিয়োনেল মেসি বার্সেলোনার সঙ্গে দীর্ঘ সম্পর্ক ত্যাগ করে চলে যান প্যারিস সাঁ জারমাঁয়?অদূর ভবিষ্যতে বিশ্ব ফুটবলের মতো ভারতীয় ক্রিকেটের জনপ্রিয় লিগেও এমন প্রক্রিয়া দেখা যেতে পারে।