![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/11/28/australia-281121-01.jpg/ALTERNATES/w640/australia-281121-01.jpg)
সামাজিক মাধ্যমে ‘ট্রল’: মুখোশ উন্মোচনে আইন করছে অস্ট্রেলিয়া
সামাজিক মাধ্যমের ‘ট্রল’দের মুখোশ উন্মোচনে নতুন আইন প্রণয়নের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। নতুন আইনের অধীনে মানহানিকর বা অন্যদের জন্য হয়রানিমূলক মন্তব্য প্রচারকারীদের তথ্য প্রকাশে সামাজিক মাধ্যমগুলো বাধ্য থাকবে বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী।