কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে হত্যা: আরও ২ আসামি গ্রেফতার
কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর সৈয়দ মো. সোহেলসহ দুজনকে গুলি করে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- মামলার ছয় নম্বর আসামি নগরীর তেলীকোনা এলাকার আশিকুর রহমান রকি (৩২) এবং সাত নম্বর আসামি সুজানগর পূর্বপাড়া বউ বাজার এলাকার আলম (৩৫)। এ নিয়ে মোট চারজনকে গ্রেফতার করা হলো।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার বড়জালা ও লালমনিরহাট জেলার চন্ডীবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে আশিকুর ও আলমকে গ্রেফতার করা হয়। শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লার র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় লালমনিরহাটের চন্ডীবাজার থেকে আশিকুর এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলার বড়জালা এলাকা থেকে আলমকে গ্রেফতার করা হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
বিডি নিউজ ২৪
| ঢাকা মেট্রোপলিটন
১০ মাস, ৩ সপ্তাহ আগে