কবে, কোথা থেকে, কার মাধ্যমে প্রথম রিকশা এসেছিল বাংলাদেশে
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২১, ১২:৫২
কোন ভিনদেশী যদি বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে পা রাখেন তাহলে যে বিষয়টি তার প্রথমেই চোখে পড়বে সেটা হল তিন চাকার বাহন রিকশা। মানব-চালিত মানববাহী এই বাহনটি বাংলাদেশের বাইরে আর কোন দেশেই এতো পরিমাণে নেই। এজন্যই হয়তো ঢাকাকে রিকশার নগরী বলেন অনেকে। সংশ্লিষ্টদের মতে, শুধুমাত্র ঢাকায় বৈধ অবৈধ মিলে প্রায় ১৫ লাখ রিকশা চলাচল করছে। আর পুরো দেশে কি পরিমাণ রিকশা চলছে সেটার সঠিক কোন পরিসংখ্যান নেই।
- ট্যাগ:
- বাংলাদেশ
- রিকশার প্রচলন
- রিকশার ইতিহাস