ইলিশ নিয়ে ভারতে বিশেষ প্রকল্প
ফারাক্কায় গঙ্গার মূল ধারার যেখানে যেখানে ইলিশ ডিম পাড়ে, সেই এলাকা সংরক্ষণই প্রকল্পের মূল উদ্দেশ্য। সেই সাথে তারা দেখতে চায়, ইলিশ উত্তরে নদী পথ বেয়ে কত দূর যেতে পারে। যে কারণে, ছোট ছোট ইলিশ মাছ ধরে, তার গায়ে চিহ্ন দিয়ে তাকে খুব যত্নের সঙ্গে বাঁচিয়ে রেখে গঙ্গার উত্তর দিকে নিয়ে গিয়ে ছেড়ে দেয়া হচ্ছে। ইলিশ পানি থেকে তুললে খুব অল্প ক্ষণ বাঁচে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ইলিশ
- ইলিশ আহরণ